রাজশাহী থেকে নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশ মোতাবেক রোববার (২৩ জুলাই) দুপুর ১২টা থেকে ১ টার মধ্যে প্রাথমিক শিক্ষা পরিবারে যুক্ত সবাই একযোগে নুন্যতম ১ টি করে গাছ রোপন করে।
সারাদেশে প্রাথমিক শিক্ষার বিভিন্ন পর্যায়ের অফিস এবং বিদ্যালয় সমুহে একযোগে এ বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
পাবনা জেলা প্রাথমিক শিক্ষা অফিস, সকল উপজেলা শিক্ষা অফিস, পিটিআই, ইউআরসি এবং সকল প্রাথমিক বিদ্যালয়ে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রেকর্ড পরিমান গাছ লাগানোর ইতিহাস গড়া হয়।
ডিজি মহোদয়ের এ মহান উদ্যোগের ভুয়সী প্রশংসা করে সকল শিক্ষকদের ধন্যাবাদ জ্ঞাপন করেছেন, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সম্পাদক ও পাবনা জেলা আহবায়ক মোঃ মাসুদ রানা।
পাবনায় প্রাথমিক শিক্ষা পরিবারের একযোগে বৃক্ষরোপণ

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।