পশ্চিমবঙ্গ বিজেপির বিদেশ বিভাগের দায়িত্বে এলেন শ্রী রজত ভরদ্বাজ মুর্খাজি
স্বদেশ বাংলা ডেস্কঃ
শ্রী রজত ভরদ্বাজ মুর্খাজি। বাংলা বিজেপির একজন অতি সুপরিচিত মুখ। সফল ব্যবসায়ী এবং আর্ন্তজাতিক অঙ্গনে যে কজন বাঙালি বিজেপি নেতা পরিচিতি লাভ করেছেন তার অন্যতম হলে শ্রী মুর্খাজি। এবার বাংলা বিজেপির নতুন সৃষ্ট বিদেশ বিভাগে ঘোষিত হল ওনার নাম। ৪ এপ্রিল আনুষ্ঠানিক ভাবে ঘোষণায় বঙ্গ বিজেপির বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্তদের নাম প্রকাশ করা হয়।
পশ্চিমবঙ্গের সাথে অবিভিন্ন ভাষা সংস্কৃতির কারণে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে বাংলাদেশের। ১৯৪৭ এর এক হৃদয়বিদারক পরিনতির মাধ্যমে দেশভাগ হলেও দু অংশের বাঙালির মধ্যে তখনও আত্নিক বিচ্ছিন্নতা দেখা যায়নি। বরং ১৯৭১ এর রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে সেই সম্পর্ক নতুন মাত্রা পায় যখন কোটি বাঙালি ভারতে বিশেষ করে পশ্চিমবঙ্গের নানা অঞ্চলে যখন শরণার্থী হিসাবে আশ্রয় পায়। ফলে বঙ্গবিজেপির এই নতুন বিভাগ এবং সেখানে শ্রীমুর্খাজির দায়িত্ব নিয়ে বাংলাদেশেও ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে।
শ্রীমুর্খাজির পূর্বপুরুষ পূর্ববঙ্গের একটি জমিদার পরিবারের থেকে উঠে এসেছেন। দেশভাগের করুণ পরিনতিতে ওনার পূর্বপুরুষগণও আরও লক্ষ-কোটি বাঙালি হিন্দুর মত পূর্ববঙ্গ ছেড়ে যান। ফলত এই বাংলাদেশ যোগের কারণে শ্রীরজত মুর্খাজি হঠ্যাতই বাংলাদেশের সামাজিক এবং রাজনৈতিক অঙ্গণে আলোচিত হচ্ছেন। নানা শ্রেণীর পেশার মানুষের থেকে উনি অভিনন্দিত হচ্ছেন। বঙ্গবিজেপির বিদেশ বিভাগ এবং সেখানে তার মত একজন সুপরিচিত নেতার দায়িত্ব প্রসঙ্গে জানতে চাইলে শ্রীমুর্খাজি বঙ্গবিজেপির পক্ষ থেকে সকল বাংলাদেশীকে শুভেচ্ছা জানিয়ে বলেন- উনি বিদেশ বিভাগের দায়িত্ব পেয়ে আনন্দিত এবং একই সাথে আবেগ আপ্লুত কারণ তার দায়িত্বের মধ্য অন্যতম হল বাংলাদেশ। যার সাথে উনার পূর্বপুরুষের যোগ করেছে। ফলে এটা অনেকটাই তার দ্বিতীয় স্বদেশভূমির মত। বিদেশ বিভাগের দায়িত্বপ্রাপ্ত হিসাবে উনি দুই দেশের মানুষের মধ্যে যে আত্নিক সংযোগ রয়েছে তাকে আরও সুদৃঢ় করার জন্য প্রচেষ্টা করবেন। দুইদেশের স্বার্থসংশ্লিষ্ট প্রতিটা বিষয় উনি যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরে দু’দেশের সম্পর্ককে আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।
আমরা সকল বাংলাদেশীর পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই।