পলাশবাড়ীতে স্বামী পরিত্যক্তা নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ:ধর্ষক গ্রেফতার।
মোহন সরকার:গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় স্বামী পরিত্যক্তা এক নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ঘটনায় মামলার প্রধান আসামি শহিদুল ইসলাম (৩৬) কে গ্রেফতার করেছে র্যাব-১৩। সোমবার (২১ আগস্ট) বিকেলে র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত শহিদুল ইসলাম পলাশবাড়ী উপজেলার মরাদাতেয়া গ্রামের মৃত এছাহাক আলীর ছেলে ও ভিকটিম একই গ্রামের বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিকটিম তার পূর্বের স্বামীর সাথে বনিবনা না হওয়ায় ডিভোর্স দিয়ে পিতার বাড়িতে বসবাস করে আসছিলেন। এরই মধ্যে প্রতিবেশী শহিদুল ইসলামের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর বিয়ের প্রলোভন দিয়ে গত ২ জুলাই সন্ধ্যার দিকে হরিনাথপুর গ্রামের মতিয়ার রহমানের ঘরে ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এসময় ভিকটিমের চিৎকারে স্বজনরা এগিয়ে আসলে ধর্ষক শহিদুল ইসলাম পালিয়ে যায়। পরবর্তীতে গত ১২ আগস্ট ভিকটিম বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
মাহমুদ বশির আহমেদ বলেন, রোববার (২০ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বর্ণিত ধর্ষণ মামলার এজাহার নামীয় প্রধান আসামি শহিদুল ইসলাম কে বগুড়ার আদমদিঘী উপজেলার বশিরকোড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত শহিদুল ইসলাম ভিকটিমের সরলতার সুযোগ নিয়ে বিয়ের প্রলোভন দিয়ে জোর পূর্বক ধর্ষণের কথা স্বীকার করেছে।
এ ধরনের আরো সংবাদ
ঝালকাঠির রাজাপুরে ৮ বছরের শিশু ধর্ষণ মামলা কয়েক ঘন্টার মধ্যে ধর্ষক গ্রেফতার।
পলাশবাড়ীতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩তম জন্ম বার্ষিকী অনুষ্ঠিত:
গোবিন্দগঞ্জে এক লম্পট কর্তৃক সাড়ে ৩ বছরের শিশুকে জোরপূর্বক ধর্ষণ।
গাইবান্ধার পলাশবাড়ীতে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ:নিহত ১জন।
পলাশবাড়ীতে র্যাবের অভিযানে ফেন্সিডিল ও গাঁজা উদ্ধারসহ ২ মাদক কারবারি আটক।
ঝালকাঠির রাজাপুরে ঘটকের ধর্ষনে অন্তঃসত্ত্ব নববধূ ধর্ষক ঘটক ব্যাবের হাতে আটক।


