অভিযুক্ত ফাহিম মোল্যা একই গ্রামের আজাদুল মোল্যার ছেলে। সে নবম শ্রেণির ছাত্র বলে জানা যায়।
মামলা সূত্রে জানা যায়, গত সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ৪ বছরের এক শিশু কন্যাকে তার নিজ বাড়ি থেকে মোবাইল ফোনে ভিডিও দেখানোর কথা বলে আসামি ফাহিমের বাড়ির ঘরের ভেতর নিয়ে যায়। ঘরে নিয়ে ওই শিশুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। তখন ওই শিশুর কান্নার চিৎকার শুনে শিশুটির মা এগিয়ে আসলে অভিযুক্ত ফাহিম ঘর থেকে দ্রুত পালিয়ে যায়। ওই সময়ে শিশুর মা স্থানীয় মাতব্বরসহ অন্যান্য লোকজনকে বিষয়টি জানান। শিশুটিকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে আসা হয়। শিশুটির পরিবারকে স্থানীয় মাতব্বরসহ অন্যান্যরা ব্যাপারটি মিমাংসা করে দেওয়ার কথা বলে চাপ প্রয়োগ করে এবং থানায় মামলা না দেওয়ার জন্য ভয়ভীতি ও হুমকি-ধামকি প্রদর্শন করে। এ ঘটনায় বুধবার (২০ সেপ্টেম্বর) রাতে শিশু কন্যার মা বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বুধবার (২০ সেপ্টেম্বর) রাতে শিশু কন্যার মা বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এ ধরনের আরো সংবাদ





