কাজী ইমরান, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়ায় চেক জালিয়াতি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামীকে আট বছর পর গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে ঢাকা জেলার তেজগাঁও থানা এলাকা থেকে মোঃ সেলিম শাহী নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাসির উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি লোহাগড়া থানার দোয়া মল্লিকপুর গ্রামের মৃত রুস্তম শেখের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, আসামী মোঃ সেলিম শাহী বিগত ২০১৫ সালে ৩ লাখ টাকার একটি চেক জালিয়াতি মামলায় পরের বছর ২০১৬ সালে আদালত কতৃক দুই বছরের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত হন। এরপর দীর্ঘ ৮ বছর ধরে তিনি পালাতক ছিলেন।
মঙ্গলবার সকালে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ তথ্য প্রযুক্তির ব্যবহার করে ঢাকা জেলার তেজগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে লোহাগড়া থানায় নিয়ে আসেন। লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাসির উদ্দিন বলেন, গ্রেফতারকৃত আসামীকে দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ ধরনের আরো সংবাদ





