বিশেষ প্রতিনিধিঃ গোপন সংবাদের ভিত্তিতে ডিজি মহোদয়ের নির্দেশনা ও উপ-পরিচালক জনাব সানজিদা খানম এর তত্ত্বাবধানে অদ্য ২৮/০৮/২০২২তারিখে সুনির্দিষ্ট তথ্য থাকায় এয়ারপোর্টে সার্টিং অফিস, হঃশাঃআঃবিঃ, ঢাকায় কাস্টমস, গোয়েন্দা ও তদন্ত সার্কেল এয়ারফ্রেইট কর্তৃক গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয় এবং দুইটি বৈদেশিক ডাক চিহ্নিত করে স্ক্যানিং করা হলে, ২ দুইটি কার্টুনে মোট ২৮,৬০০ শলাকা (১৪৩ কার্টুন) সিগারেট (Benson & Hedges)পাওয়া যায় যা Ladied-suits, Jacket,Dress,Skirys,T-Shirts, Tousers Women’s or Girls ঘোষণায় আনা হয়েছিল। এয়ারপোর্ট এলাকায় কর্মরত অন্যান্য সংস্থা ও ফরেন পোস্ট অফিসের প্রতিনিধির উপস্থিতে কায়িক পরীক্ষা সম্পূর্ণ করা হয়। শর্ত সাপেক্ষে আমদানি যোগ্য ও মিথ্যা ঘোষণায় আমদানি করা হয়েছে বিধায় পণ্য আটক পূর্বক পরবর্তি কার্যক্রম গ্রহণের জন্য কমিশনার অব কাস্টমস, কাস্টম হাউস আইসিডি, ঢাকা বরাবর, প্রেরণ করা হয়েছে। আটককৃত পণ্যের আনুমানিক মূল্য ১৫,০০,০০০( ১৫ লক্ষ) টাকা ।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।