,


শিরোনাম:
«» ভুল তথ্যে সংবাদ প্রকাশ করায় এনবিআর সদস্য কায়কোবাদের প্রতিবাদ «» অনন্যা সাহা (স্বাতী) ৩২তম জন্মদিন। «» বৈষম্যবিরোধীদের ওপর অতর্কিত হামলা, আইসিইউতে ২ ছাত্রী «» হিন্দুদের সরকারি চাকরি থেকে বঞ্চিত করার অভিযোগ নিয়ে মুখ খুলল ইউনুসের সরকার, বলল… «» নতুন আঙ্গিকে আরো সু-পরিসরে ব্রাদার্স ফার্নিচার লি: এর শো-রুম এখন বরিশাল «» উদ্যোক্তা হাটের ২০২৪ এওয়ার্ড প্রদান «» উত্তরা ব্যাংকের এমডি রবিউল ইসলামের অপসারণ ও পদত্যাগের দাবিতে মানববন্ধন। «» ধর্মনিরপেক্ষতা খারিজের পক্ষে ইউনূস সরকার «» ভন্ডপীর সাঈদ আনোয়ার মোবারকী বাবুর বিরুদ্ধে মানববন্দন ও প্রতিবাদ সমাবেশ। «» গাইবান্ধায় ভুয়া প্রেসক্লাব খুলে কথিত সাংবাদিকরা হেনাস্তা করছে সরকারি কর্মকর্তা কর্মচারী ও ব্যবসায়ীদের

ঝালকাঠিতে পুলিশকে পিটিয়ে মাথা ফাটিয়েছে ছাত্রলীগ নেতা!

ঝালকাঠিতে পুলিশকে পিটিয়ে মাথা ফাটিয়েছে ছাত্রলীগ নেতা!
মোঃ মাছুম বিল্লাহ ঝালকাঠি জেলা প্রতিনিধি 
ঝালকাঠিতে তুচ্ছ কারনে এক পুলিশ সদস্যকে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে জেলা ছাত্রলীগের সহসভাপতি রুহুল আমীন ওরফে সায়মন। গতকাল (১০আগষ্ট) বৃহস্পতিবার রাত আনুমনিক ৯টার দিকে জেলা পুলিশ লাইনস এর ২০ গজের মধ্যে শহরের জেলা পরিষদের সামনে এই ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্য মো. আলাউদ্দিনকে (৩২) প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে নেয়া হলেও গুরুত্বর অবস্থায় পরে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আলাউদ্দিন জেলা পুলিশের যানবাহন শাখায় কর্মরত। হামলায় অভিযুক্ত জেলা ছাত্রলীগের সহসভাপতি রুহুল আমীন ওরফে সায়মনকে (২৮) পুলিশ রাতে আটক করতে সক্ষম হয়েছে। সে শহরের কৃষ্ণকাঠি এলাকার আঃ খালেকের ছেলে।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে আলাপকালে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে মো: আলাউদ্দিন ও আকরাম হোসেন নাম দুই পুলিশ সদস্য জেলা পরিষদের সামনে চায়ের দোকানে রুটি-সবজি খাচ্ছিলেন। খাবারে লবণ কম হওয়া নিয়ে চায়ের দোকানির সঙ্গে পুলিশ সদস্য আলাউদ্দিনের তর্ক হয়। সেখানে উপস্থিত জেলা ছাত্রলীগ সহসভাপতি রুহুল আমীন সায়মন চা দোকানির পক্ষ নিয়ে পুলিশ সদস্য দুজনের সঙ্গে বাকবিতন্ডা শুরু করে।
 একপর্যায়ে ছাত্রলীগ নেতা সায়মন দোকানে থাকা জ্বালানি কাঠ উঠিয়ে সরাসরি পুলিশ সদস্য আলাউদ্দিনের মাথায় আঘাত করেন। এতে তাঁর মাথায় রক্তাক্ত জখম হলে সাথের পুলিশ সদস্য আকরামসহ স্থানীয় লোকজন উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে রাতেই তাঁকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। অন্যদিকে পুলিশ অভিযান চালিয়ে কৃষ্ণকাঠি এলাকা থেকে ছাত্রলীগ নেতা রুহুল আমীন সায়মনকে আটক করে।
এ ঘটনায় জেলা পুলিশ লাইনস এর কনেষ্টবল আকরাম হোসেন বাদী হয়ে অভিযুক্ত জেলা ছাত্রলীগ নেতা সায়মনকে আসামী করে পুলিশ এ্যাসল্ট, সরকারী কাজে বাধা দানের অভিযোগে থানায় মামলা (নং-০৯, দ:বি: ১৮৬,৩৩২,৩৩৩,৫৫৭ ও ৫০৬ ধারা) দায়ের করেছে। শুক্রবার বিকালে তাকে উক্ত মামলায় আদালতে সোপর্দ করলে জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরন করা হয়েছে বলে সদর তদন্ত কর্মকর্তা এসআই সাখাওয়াত জানিয়েছে।
এ বিষয়ে ঝালকাঠি জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মাসুদ জানায়, তিনি সংগঠনিক কাজে ঢাকায় অবস্থান করছে। তাই ছাত্রলীগের সহসভাপতি রুহুল আমীন ওরফে সায়মনের আটকের প্রকৃত কারন জানতে পারিনি। তবে এ ব্যাপারে মামলার কপি হাতে পেয়ে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে ঝালকাটি সদর থানার অফিসার ইনর্চাজ মো: নাসির উদ্দিন সরকার বলেন, জেলা পুলিশ লাইনস এর ২০ গজের মধ্যে এ ঘটনা ঘটে। আসামীকে রাতেই অভিযান চালিয়ে আটক করা হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Share Button
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।
ঘোষনাঃ