অভি পাল,চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের লক্ষ্যে মহানগর ছাত্রলীগ নেতা মোঃ ইয়াছির আরাফাত দিপু ও হারুনুর রশিদ নোবেলের নেতৃত্বে এক বিশাল মিছিল নিয়ে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রায় অনুষ্ঠানে যোগদান করেন । উক্ত শোভাযাত্রাটি জেমসন হল থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
উক্ত আলোচনা সভায় ছাত্রলীগ নেতা মোঃ ইয়াছির আরাফাত দিপু বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শ এবং জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দলের শৃঙ্খলা ঠিক রেখে রাজনীতি করার শিক্ষা পেয়েছি । তাই আমাদের সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে সঠিক দায়িত্ব পালন করতে হবে, ছাত্রলীগকে নিজের স্বার্থ উপেক্ষা করে দেশ ও জনগণের কল্যাণে রাজনীতি করতে হবে । যেমনটি অতীতেও করেছে ।
এসময় উপস্থিত ছিলেন মোঃ আব্দুল করিম,মোঃশাহ নেওয়াজ স্বাধীন, মোঃ পারভেজ, মোঃসাইফুল আলম সাগর,মোঃআকব হোসেন রনি,মোঃ হাবিব,মোঃ রুবেল,মোঃ সাইফুল ইসলাম, নাছির সহ পাহাড়তলী,আকবর শাহ ও খুলশী থানার ছাত্রলীগের নেতৃত্ববৃন্দ।