চিতলমারীতে দুই দিন ব্যাপী পাট চাষীদের প্রশিক্ষণ
অরুন কুমার সরকার,চিতলমারী (বাগেরহাট):
“বাংলার পাট বিশ্বমাত” বঙ্গবন্ধুর সোনার দেশ,স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারন (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় ১৫০ জন পাট চাষীকে প্রশিক্ষণ প্রদান করা হয়।
বুধবার (২৭মার্চ)সকাল ১০টায় বাগেরহাটের চিতলমারী উপজেলা পরিষদ মিলনায়তনে দুই দিন ব্যপী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেনের সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিথ ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাসুদেব হালদার,জেলা পাট উন্নয়ন কর্মকর্তা বাগেরহাট,সাথী হালদার উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা চিতলমারী প্রমুখ।