চার কোটি টাকার স্বর্ণ আটক ইউ এস বাংলা এয়ার লাইন্স হতে
স্বদেশ বাংলা ডেস্কঃ
অদ্য ০৭.১২.২০২৩ খ্রি: তারিখে দুবাই থেকে ঢাকায় আগমনী US BANGLA এয়ারলাইন্স এর ফ্লাইট নং- BS 342, আগমনী আনুমানিক সময় ভোর ০৪:২৫ ঘটিকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। মহাপরিচালক, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের নিকট আসা গোপন সংবাদের ভিত্তিতে এবং মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায়, যুগ্ম পরিচালক এর তত্ত্বাবধানে, শিফট ইনচার্জের নেতৃত্বে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল এয়ারপোর্ট সি-শিফট এর কর্মকর্তা ও কর্মচারীগণ তাৎক্ষণিকভাবে সতর্কতামূলক অবস্থান গ্রহণ করে। অত:পর US BANGLA এয়ারলাইন্স বিমানটি অবতরনের সাথে সাথে গোপন সংবাদের তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন যাত্রী মোঃ ফজলে রাব্বীকে চিহ্নিত করে তাকে জিঞ্জাসাবাদ করে এবং তার দেয়া তথ্য মতে বিমানের আসন সং ৩২এফ ও ৩১এফ এর নীচে রক্ষিত লাইফ ভ্যাষ্ট এর মধ্য হতে কালো স্কচটেপে মোড়ানো দুইটি বান্ডেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত উক্ত দুটি বান্ডেল গ্রীন চ্যানেলের ইনভেন্ট্রি টেবিলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খুলে তাতে ৪৮ পিস স্বর্ণবার পাওয়া যায় এবং যাত্রীর নিকট আরো ১ টি স্বর্ণবার পাওয়া যায়। মোট উদ্ধারকৃত স্বর্ণের পরিমাণ (৪৮+১)=৪৯ (ঊনপঞ্চাশ) টি। উক্ত উদ্ধারকৃত স্বর্ণেবারের মোট ওজন ৫ কেজি ৬৮৪ গ্রাম। আটককৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৪,৪১,০০,০০০/- (চার কোটি একচল্লিশ লক্ষ) টাকা। গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, এয়ারপোর্ট সি শিফট এর কর্মকর্তা ও কর্মচারীগণের তৎপরতায় ও তল্লাশীর কারণে এই স্বর্ণ চোরাচালানটি রোধ করা সম্ভব হয়েছে। আটককৃত স্বর্ণবারগুলো কাস্টম হাউস, ঢাকার মূল্যবান শুল্ক গুদামে জমা প্রদান করার কার্যক্রম চলমান রয়েছে।
উক্ত স্বর্ণ আটকের ঘটনা দি কাস্টমস এ্যাক্ট ১৯৬৯ এর ধারা ২(এস) অনুযায়ী আলোচ্য ক্ষেত্রে চোরাচালান অপরাধ সংঘটিত হওয়ায় উক্ত আইনের ১৬৮ ধারা মোতাবেক কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এর কর্মকর্তাগণ কর্তৃক স্বর্ণবারসহ যাত্রীকে আটক করা হয় এবং বিমানবন্দর থানায় ফৌজদারী মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।