জুনায়েদ হোসেন,চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
চট্টগ্রামে পুলিশ বক্সে বোমা হামলার ‘মূল পরিকল্পনাকারী’ নব্য জেএমবির এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বছর ২৮ ফেব্রুয়ারী রাতে ষোলশহর ২নম্বর গেইট মোড়ে ট্রাফিক বক্সে বিস্ফোরনে ২ট্রাফিক পুলিশ সহ ৫জন আহত হন । বিস্ফোরনে ট্রাফিক বক্সটিতে থাকা সিগন্যাল বাতি নিয়ন্ত্রনের সুইচ বোর্ড নষ্ট হয়।
ওই ঘটনায় নগরীর পাঁচলাইশ থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করে ট্রাফিক পুলিশ। পরে মামলার তদন্তভার পায় চট্টগ্রাম নগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।বুধবার ভোরে নগরীর আকবর শাহ থানার পোর্ট লিঙ্ক রোডের বাংলা বাজার থেকে মোঃ সেলিম নামে ৩৩ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি নব্য জেএমবির ‘সামরিক কমান্ডার’ বলে জানায় পুলিশ।
এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সহ এ পর্যান্ত ১২জনকে গ্রেপ্তার করা হয়েছে ।
গ্রেপ্তারকৃত এক আসামী জবান বন্দিতে লোহাগাড়া উপজেলার বাসিন্দা দুবাই প্রবাসী শাহাজান নামে এক তরুণের “পরিকল্পনায় ও অর্থায়নে ” জড়িত থাকার তথ্য দিয়েছে বলে এর আগে জানিয়ে ছিলেন কাউন্টার টেরোরিজম ইউনিটের কর্মকর্তারা ।
পুলিশ বক্সে বোমা বিষ্ফোরনের এক দিন পর এ হামলায় আই এস জড়িত বলে দাবী করেছিল যুক্ত রাস্ট্র ভিত্তিক জঙ্গিবাদ পর্যবেক্ষনকারী সাইট ইন্টেলিজেন্স গ্রুপ । তবে পুলিশ বলে আসছেেএটা স্থানীয় জঙ্গীদের কাজ ।