খেলাফত মজলিসের সাধারণ পরিষদের একাদশ অধিবেশন আগামী ৩১ ডিসেম্বর ২০২১, শুক্রবার সকাল ৯টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, রমনা ঢাকা অনুষ্ঠিত হবে।
অনিবার্য কারণে পূর্বের তারিখ ও স্থান পরিবর্তন করা হয়েছে।আজ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরী বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয় ।
আজ ২০ ডিসেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আমীরে মজলিস অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক মুহাম্মদ আবদুল হালিম, যুগ্মমহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মোঃ আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, এডভোকেট মোঃ মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, অধ্যাপক মাওলানা আজীজুল হক, খন্দকার শাহাব উদ্দিন আহমদ, মাওলানা আবদুল হক আমিনী, তাওহিদুল ইসলাম তুহিন, মাওলানা সাইফউদ্দিন আহমদ খন্দকার প্রমুখ।
বৈঠকে সভাপতির বক্তব্যে আমীরে মজলিস মাওলানা মোহাম্মদ ইসহাক বলেন, আগামী ৩১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট প্রাঙ্গণে একাদশ সাধারণ পরিষদের অধিবেশন সফলের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করতে হবে। দেশবাসীর অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতি মুক্ত সমাজ গঠন ও জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলনকে জোরদার করতে হবে।