কারাগার থেকে গুলশান কার্যালয়ে ফখরুল
স্বদেশ বাংলা ডেস্কঃ
সাড়ে তিন মাস কারাভোগ শেষে জামিনে কারামুক্ত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে বের হন তিনি। কারামুক্ত হওয়ার পর প্রথমেই যান গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে চেয়ারপারসনের কার্যালয়ে আসেন বিএনপি মহাসচিব। সেখানে চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার তাঁকে স্বাগত জানান। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে ভার্চুয়ালি শুভেচ্ছা বিনিময় করেন। পরে একে একে বিএনপির ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য বিজন কান্তি সরকার, বিএনপির কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লত, বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বিএনপির স্থানীয় সরকার বিষয় সম্পাদক শাম্মি আক্তারসহ আরও অনেকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
এর আগে বিকেল পৌনে ৪টায় কারামুক্ত হয়ে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে আসেন ফখরুল। এ সময় তাঁর সঙ্গে বেরিয়ে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীও।