কাঠালিয়ায়, ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় জড়িতদের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ।
মোঃ মাছুম বিল্লাহ, ঝালকাঠি জেলা প্রতিনিধি
২১ শে আগস্ট গ্রেনেড হামলাকারিদের বিচারের দাবিতে ঝালকাঠির কাঠালিয়ায় প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। গতকাল সোমবার বিকাল ৫ টার দিকে প্রথমে ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। পরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সমাবেশ করেন। এ সময় বক্তব্য রাখেন কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ এমাদুল হক মনির। ২১ শে আগস্ট গ্রেনেড হামলার জড়িতদের বিচারের দাবি জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবু বিমল চন্দ্র সমদ্দার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ ফাতিমা খানম, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার, চেচরী রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হারুন আর রশিদ জমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাওছার আহমেদ জেনিভ সিকদার, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মনজুরুল কবির পারভেজ জমাদ্দার, ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ সরোয়ার সিকদার, সৌলজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মিজানুর রহমান বশির, সাধারণ সম্পাদক এটিএম মাইদুল ইসলাম, আমুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ ফাহিম সিকদার, চেচরী রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ ইমাম হোসেন বাবুল, কাঠালিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ মনির খান, জেলা ছাত্র লীগের সহ সভাপতি মোঃ সোহেল হোসেন সাদ্দাম, উপজেলা ছাত্র লীগের সভাপতি মোঃ সাঈদ আহমেদ জিসান সিকদার, সাধারণ সম্পাদক মোঃ মাছুদ খান প্রমুখ।
এ ধরনের আরো সংবাদ





