রাজশাহী থেকে নিজস্ব প্রতিনিধি : খুলনা থেকে ঢাকা অভিমুখি আন্তঃনগর চিত্রা এক্সপ্রেসের দুর্ঘটনার জন্য দায়ী করে দু’জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এরা হলেন, ওই গাড়ির চালক রবিউল ইসলাম ও সহকারী লোকো মাস্টার আহসান উদ্দিন।
সোমবার (১৭ জুলাই) দুপুরে এ খবর নিশ্চিত করেছেন রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার।
উল্লেখ্য, গত ১৫ই জুলাই চিত্রা এক্সপ্রেস ঈশ্বরদী স্টেশন থেকে দুপুর সোয়া একটায় ছেড়ে মূলাডুলি স্টেশন পার হওয়ার পরপরই ৩টি কোচ নিয়ে ইঞ্জিন লাইনচ্যুত হয়।
এতে প্রায় ৭ ঘণ্টা ঢাকার সাথে উত্তর-দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ের পাকশি বিভাগীয় পরিবহন কর্মকর্তা শওকত জামিল মহসিনকে আহ্বায়ক করে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ঈশ্বরদীতে চিত্রা এক্সপ্রেস দুর্ঘটনায় ২ কর্মকর্তা বরখাস্ত

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।