এম এ সৈয়দ তন্ময় রাজশাহী : ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুর বাজার এলাকা থেকে গতকাল মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে অজ্ঞান আবস্থায় অজ্ঞাত নামা (৩৫) এক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে থানা পুলিশ।
পুলিশ জানায়, স্থানীয় জনগণ রাস্তার উপর অজ্ঞান অবস্থায় অজ্ঞাত নামা ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সে জ্ঞান শূণ্য হয়ে রাস্তায় পড়ে ছিল। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথায় কিভাবে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে, কোন সম্পদ খোয়া গেছে কিনা এমনকি তার নাম ঠিকানা পর্যন্ত জানা যায়নি।
ঈশ্বরদীতে অজ্ঞান পার্টির খপ্পরে অজ্ঞাত এক ব্যক্তি

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।