আনোয়ারা-বাঁশখালী সড়ক জুড়ে দীর্ঘ যানজট মানুষের ভোগান্তি চরমে পৌছেছে। আনোয়ারা ছয় লেইন সড়কের উন্নয়ন বিড়ম্বনায় এমন দুর্ভোগ হলেও বাঁশখালীর গুনাগরীতে সরু সড়কের কারণেই যানজটের সৃষ্টি হচ্ছে। বাঁশখালীর গুনাগরী হয়ে পশ্চিমে যেই রাস্তাটি গিয়েছে ঐ রাস্তার অবস্থা অত্যান্ত খারাপ ও ঝুঁকিপূর্ণ। সাধারণ জনগন ও মুমুর্ষ রোগীসহ চলাচলের পথে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আনোয়ারা বাঁশখালী সড়কের এই অবস্থা থেকে উত্তোরণের জন্য রাস্তার এক পার্শ্বে কাজ শেষ করে অন্য পার্শ্বে কাজ করার আহবান জানান বাঁশখালী নাগরিক পরিষদ, যুব পরিষদ, মহিলা পরিষদ এর প্রতিষ্ঠাতা এম. মহিউল আলম চৌধুরী। তিনি সি.এন.জি ও প্রাইভেট গাড়িগুলোকে নিয়ম শৃংঙ্খলা মেনে চলার অনুরোধ জানান। উক্ত অবস্থা থেকে উত্তোরণের জন্য পুলিশ প্রশাসনের ট্র্যাফিক ব্যবস্থা জোরদার এবং পাশাপাশি প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের নিজস্ব কর্মী দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আশুপদক্ষেপ গ্রহণ করার আহবান জনান ।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।